Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোট ১৪ মার্চ

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৫:৫১ পিএম


সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। পরে তফসিল দেয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। যাচাইবাছাই চলবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়পত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হবে ২২ ফেব্রুয়ারি। আর নিষ্পত্তি চলবে ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ সংসদ নির্বাচনে বিজয়ীদের অনুপাতিক হার অনুযায়ী সংরক্ষিত নারী আসন বরাদ্ধ হয়ে থাকে।

এই হিসাবে এবারের সংসদে ২টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে জাতীয় পার্টি। আর ৬২টি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে দলটি আসন পাচ্ছে ৪৮টি। দলটি ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রিও শুরু করেছে। ক্ষমতাসীন এ দলের হয়ে সংসদে যেতে চান অনেকে। তাই দলটির মনোয়নপত্র বিক্রিতে হিড়িক পড়েছে।

আরএস

Link copied!