Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কারামুক্ত জামায়াত নেতা গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৮:৫১ পিএম


কারামুক্ত জামায়াত নেতা গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

তার মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াত নেতা আশরাফুল আলম ইমন।

বলেন, গোলাম পরওয়ার কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার বিকালে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এর আগে, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকেই কারাগারে তিনি আটক ছিলেন।

ইএইচ

Link copied!