Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সংরক্ষিত নারী আসন

দুপুরে বসছে আ.লীগের মনোনয়ন বোর্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:১৫ এএম


দুপুরে বসছে আ.লীগের মনোনয়ন বোর্ড
প্রতীকী ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বসছে দুপুরে।

গণভবনে বুধবার দুপুর ১২টায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিনদিনে ১৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য।

এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ চলছে। এ পর্ব শেষ হলে দুপুরে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা বসবে।

ইএইচ

Link copied!