Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

ভারতীয় পণ্য বয়কটের আহ্বান গণঅধিকার পরিষদের

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৭:২৯ পিএম


ভারতীয় পণ্য বয়কটের আহ্বান গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের আহ্বায়ক, (অব) কর্নেল মশিউজ্জামান বলেন, "আপনারা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আপনারা যদি স্বনির্ভর হতে চান, বাংলাদেশে নিজের পন্য নিজে উৎপাদন করুন। তাহলে আমরা ভারতীয় পন্য থেকে মুক্তি পেতে পারি।"

আজ বৃহস্পতিবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়ক এবং একদলীয় অবৈধ নির্বাচনে সহযোগিতা ও সীমান্ত হত্যার প্রতিবাদ  সমাবেশে এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক বলেন, "ইন্ডিয়া আমাদের ৫৪ টা নদীর পানি নিয়ে গেছে। উত্তরবঙ্গ শুষ্ক করে ফেলেছে। বর্তমান ভারতের কেন্দ্রীয় সরকারের রক্ষিত একটা সরকার আমাদের দেশে আছে সেটার নেতৃত্ব দিচ্ছেন এবং তাকে আমি বলি বাঙালি ৫% ভোটারের প্রতিনিধি তিনি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ফারুক হাসান বলেন, "দিল্লির দাদা বাবুরা নারাজ হয় এমন কোন কথা বলা যাবে না। আমরা বলতে চাই আপনি দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুন। বের না হতে পারলে এদেশের মানুষ কেয়ামতের আগ পর্যন্ত মুক্তি পাবে না। তাই আমাদের ভারতের বিরুদ্ধে লড়াই করে এই দেশ আবার স্বাধীন করতে হবে।"

ভারপ্রাপ্ত সদস্য সচিব বলেন,"বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫২ বছর আগে টের পেয়েছিল, তারা বুঝতে পারছিল, আমরা পাকিস্তান নামক কুমিরের পেট থেকে বের হয়ে ভারতীয় দানবীয় কুমিরের পেটে প্রবেশ করেছি। আমরা ৫২ বছর পরে এসে জামায়াতের কথা হাড়ে হাড়ে টের পাচ্ছি।"

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো তারেক রহমান বলেন, ভারতীয় সাংবাদিক আমাকে বলে আমরা ভালো আছি আপনারাও তো ভালো আছেন, ভারতীয় পণ্য বয়কট করছেন কেন?

আমি বললাম, আমার দেশের পানি দিয়ে পেঁয়াজ চাষ করে আমার কাছে বিক্রি করছেন, আমার দেশে পেঁয়াজ চাষ বাধা সৃষ্টি করছেন আমি ভালো থাকি কিভাবে। আপনি তো ভালো থাকার কথা।

আমরা দেশপ্রেমিক জনগণকে সকল প্রকার ভারতীয় পণ্য অর্জনের আহ্বান জানাই। দেশপ্রেমিক দোকানে বা খুচারা বিক্রেতাদের ভারতীয় পণ্য বিক্রয় বন্ধের আহ্বান জানাই। জাতীয় স্বার্থ রক্ষায় আমদানিকারকদের ভারতীয় পণ্য আমদানি না করে বিকল্প উৎস থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির অনুরোধ করছি।

ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশী উদ্যোক্তাদের অনুরোধ করছি আপনারা গুনগত আমার নিশ্চিত করুন দেশের চাহিদা মেটাতে পণ্য বৃদ্ধি করুন। আসুন আমরা সকল দেশ প্রেমিক নাগরিক আমাদের সম্মালিত প্রচেষ্টায় স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলে।

গনঅধিকার পরিষদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইমাম উদ্দিন, মহানগর দক্ষিণ সদস্য সচিব আরিফ বিল্লাহ প্রমুখ।

এইচআর

Link copied!