Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপি অন্ধকারে ঢিল মারছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৩:১১ পিএম


বিএনপি অন্ধকারে ঢিল মারছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলেছিল নির্বাচন হবে না। পরে বললো নির্বাচনের পর সরকার পাঁচদিনও টিকবে না। সাত জানুয়ারি নির্বাচন হয়েছে, আজ সাতাশ ফেব্রুয়ারি। বিএনপি অন্ধকারে ঢিল মারছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায়, সেটি পাওয়া হলো না। তারা শুনতে চেয়েছিল সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা আসবে অথবা ভিসা নীতি কার্যকর হবে। তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। 

মার্কিন প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল বিএনপির কথা শুনেছে। তবে যাওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনের চিঠির বিষয়টি সামনে এনে বলে গেছে, তারা সরকারের ব্যর্থতা পায়নি। সেজন্য সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থতা আর নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কোনো নির্বাচন আসছে না। বিএনপির  মিথ্যাচারের ধারাবাহিকতায় বিএনপির গলার জোর একটু কমে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে। তারা এখন তাদের ব্যর্থতার দায় সরকারের উপর চাপাচ্ছেন।

বিআরইউ

Link copied!