Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ০৯:০৮ পিএম


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চকবাজার থানা বিএনপি।  

শনিবার বিকালে চকবাজার দেবিদাস ঘাটে ৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

আয়োজক ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- চকবাজার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহ-সভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

কারারুদ্ধ বিএনপি নেতা মোহনের বাসায় নেতৃবৃন্দ

কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস  সালাম।

শনিবার সন্ধ্যায় তিনি কারাবন্দি বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫নং ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩নং ওয়ার্ড সহ-সভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর বাসায় যান আব্দুস সালাম।

ইএইচ

Link copied!