Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আবারও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৭, ২০২৪, ০৫:৫৭ পিএম


আবারও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কাদার। বুধবার (৬ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন।

ওই আবেদনের বিষয়ে শামীম ইস্কাদার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা। এছাড়া স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিষয়টি সবসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়।

 এজন্য আগে থেকেই বলা হয় নাই। চলতি মাসের ৬ তারিখে  এ আবেদন করা হয়েছে।

বিআরইউ

Link copied!