Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, জরুরি এভারকেয়ারে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪, ০৯:৩৪ পিএম


খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, জরুরি এভারকেয়ারে নেওয়া হচ্ছে

বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া‍‍`র স্বাস্থ্যের হঠাৎ গুরুতর অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শক্রমে 

বুধবার (২৭ মার্চ) রাত ৯টা য় গুলশানস্থ বাসা ফিরোজা থেকে ঢাকাস্থ ‍‍`এভারকেয়ার‍‍` হাসপাতালে নেয়া হবে।বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন।

আরএস

Link copied!