Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বুয়েট শহীদ মিনারে ফুল দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৪, ০৩:৫৮ পিএম


বুয়েট শহীদ মিনারে ফুল দিলো ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ সভাপতির প্রবেশ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে এবার বুয়েট শহীদ মিনারে ফুল দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

রোববার (৩১ মার্চ) বেলা আড়াইটার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে বুয়েট শহীদ মিনারে ফুল দেয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফুল দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তারা সেখানে থেকে চলে যান। এসময় বুয়েটের একাডেমিক ভবন, আবাসিক হলগুলোর ফটক ও প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

এর আগে এদিন বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট কতৃক গৃহীত সিদ্ধান্তকে অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী ও শিক্ষাবিরোধী উল্লেখ করে এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আরএস


 

Link copied!