Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাংলা নববর্ষে র‌্যালি করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৪, ০৯:২৫ পিএম


বাংলা নববর্ষে র‌্যালি করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী রোববার (১৪ এপ্রিল) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে (সদরঘাট) আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে রাজধানীর গুলিস্থান ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাপ্ত হবে। আলোচনা সভা ও র‌্যালি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আরএস

Link copied!