Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

‘তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৪, ০২:২৪ পিএম


‘তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বেশ কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে।  

বলেন, তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কিন্তু কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে। কোন প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ করছি গণমাধ্যমগুলোকে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, পত্রিকায় দেখেছি বিএনপি নতুন মহাসচিব খুঁজছে। দেখেছি মির্জা ফখরুল কান্না করছেন। এখন এই কান্না খালেদা জিয়ার জন্য না। তার এই কান্না পদ হারানোর ভয়ে।

তিনি বলেন, বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি ফিউজ হয়ে গেছে। তাই এক কলমের খোঁচায় সাংগঠনিক পদে বদল হয়ে যায়। অথচ তারা অগণতান্ত্রিক কাজ করে বেড়াচ্ছে।

ইএইচ

Link copied!