Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২৪, ০২:৫৫ পিএম


খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বিএনপির কর্মসূচি

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবস্থায় তার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে এ আয়োজন করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। সভা মনে করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তি পাওয়ার আইনি অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করার দাবিসহ তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। আমরা আগামীকাল বুধবার তার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করব।

আরএস

 


 

Link copied!