Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পেনশন আন্দোলন

‘রাষ্ট্রীয় কাজে ব্যস্ত‍‍’ থাকায় বৈঠকে বসেননি ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৪, ০৪:২৪ পিএম


‘রাষ্ট্রীয় কাজে ব্যস্ত‍‍’ থাকায় বৈঠকে বসেননি ওবায়দুল কাদের

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। এ পরিস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু ওবায়দুল কাদেরের ‘রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার’ কারণে বৈঠকটি আজ হচ্ছে না।

বৃহস্পতিবার শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চার দিনে গড়িয়েছে। এতে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

এ অচলাবস্থা নিরসনে ছাত্রলীগের একজন সাবেক নেতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করে শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান।

এ বিষয়ে নিজামুল হক ভূঁইয়া জানান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সকালে ফোন করে বিষয়টি জানিয়েছেন, রাষ্ট্রীয় কাজে ওবায়দুল কাদেরের ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে শিগগির তিনি বসবেন বলে জানিয়েছেন।

ইএইচ

Link copied!