Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৪, ০৯:৩২ এএম


আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

সোমবার ভোর ৪টা ১২ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ইএইচ

Link copied!