Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যুবদলের তৃণমূল কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৪, ১০:৪২ পিএম


যুবদলের তৃণমূল কমিটি বিলুপ্ত ঘোষণা

যুবদলের সবশেষ কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পরও তৃণমূলের যেসব ইউনিটের কমিটি দেওয়া হয়েছে তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির দায়িত্ব পাওয়ার দুই দিনের মধ্যে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার যুবদলের নবগঠিত কমিটির দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুবদলের কেন্দ্র থেকে বলা হয়েছে, গত ১৩ জুন জাতীয়তাবাদী যুবদলের (টুকু-মুন্না) নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে ৮ জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট (উপজেলা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড)-সমূহ বাতিল করা হয়েছে।

যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, ১৩ জুন যুবদলের আগের কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

ইএইচ

Link copied!