Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

আমির খসরু

কোটা নিয়ে ‘ন্যায্য আন্দোলন’ দমাতেই মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২৪, ০৯:৩৮ পিএম


কোটা নিয়ে ‘ন্যায্য আন্দোলন’ দমাতেই মামলা

কোটা নিয়ে ‘ন্যায্য আন্দোলন’ দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে গণ অধিকার (নুর-রাশেদ) পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠকে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

পরে দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বার্থের কারণেই সরকার কোটা ব্যবস্থার পক্ষে।’

কোটা ব্যবস্থা বাতিল হলেও দলীয়করণের কারণে আগামীতেও মেধাবীরা বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

আরএস

 

Link copied!