Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৫, ২০২৪, ০৭:২৯ পিএম


সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া করবে আ.লীগ

সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামাতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার বাদ জুম্মা সারাদেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 

একইসাথে আগামী ২৮ জুলাই রবিবার দেশের মন্দির, মঠ, গীর্জা ও গ্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বার্তায় গতকাল গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।

আরএস

 

Link copied!