Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভেঙে দেওয়া হলো ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৭ কমিটি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৫, ২০২৪, ১০:৩০ পিএম


ভেঙে দেওয়া হলো ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৭ কমিটি

আন্দোলন মোকাবিলায় ব্যর্থ ও নিষ্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধিভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ঘণ্টাব্যাপী এ সভা চলে।

এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্দোলনে, সংগ্রামে আমরা তাদের পাচ্ছি না। অনেকেই নিষ্ক্রিয়। তাই আমরা মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দিয়েছি।

ইএইচ

Link copied!