Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৪, ০৮:২৩ পিএম


জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার হাতিরঝিল থানা পুলিশ রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত হাসানকে গ্রেফতার করে।

হাতিরঝিল থানার অফিসার ইনর্চাজ শাহ মো. আওলাদ হোসেন জানান, গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন কর্মসূচীকে পুঁজি করে বিএনপি-জামায়াত ও শিবির নাশকতাকারী চক্র হাতিরঝিল থানার উলন দাসপাড়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপূর্ব মন্দিরের সামনে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়।  এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হন। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এ মামলায় হাসান মওদুদকে গ্রেফতার করা হয়। -বাসস

আরএস

Link copied!