Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সংসদ ভেঙে তিন মাসের মধ্যে নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৪, ১২:২৪ এএম


সংসদ ভেঙে তিন মাসের মধ্যে নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ফখরুল

বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংসদ ভেঙে দিয়ে ‘অতি দ্রুত’ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের ঘোষণা দেবেন। এই সরকার আগামী তিন মাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে।

সোমবার টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার কয়েক ঘণ্টা পর রাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানদের নিয়ে গণভবনে যান মির্জা ফখরুল ও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা।

বৈঠক চলাচলে সেখানে যান সরকারি চাকরিতে কোটা ও পরে সরকার পতনের এক দফা আন্দোলনে অসহযোগের ডাক দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি নেতা মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে ‘অবৈধভাবে’ গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল। তাকে আগামী দুয়েক দিনের মধ্যেই মুক্তির ব্যবস্থা করবেন রাষ্ট্রপতি।

ফখরুল আরও বলেন, কোটা আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে। তারেক জিয়ার বিরুদ্ধে যত মামলা হয়েছে তা তুলে নিয়ে তাকে মুক্তির দাবি জানিয়েছি প্রেসিডেন্টের কাছে।

মির্জা ফখরুল ছাড়াও তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জামায়াতের আমির শফিকুর রহমান, দলের মজলিসে শুরার সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাকের পার্টির শামীম হায়দার, হেফাজতে ইসলামের মাহবুবুর রহমান, মামুনুল হক, মুফতি মনির কাসেমী, শেখ মো. মাসুদ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ফিরোজ আহমেদ, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফজলুল করিম ও ফয়জুল করীম, আশরাফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও এই বৈঠকে ছিলেন।

আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক নেতারা বঙ্গভবনে যাওয়ার পর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে যান সংগঠনের সমন্বয়ক আরিফ তালুকদার, আব্দুল্লাহ আল হোসেন, মোবাশ্বেরা করিমও।

ইএইচ

Link copied!