Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৪, ১২:৩৭ এএম


আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

ছাত্র-জনতার অভ্যুত্থানে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিএনপি।

শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পঙ্গু হাসপাতালে যায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তার সঙ্গে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার পর্যন্ত পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৮ জন।

রকিবুল ইসলাম বকুল বলেন, এখানে চিকিৎসাধীন অনেকেই বলেছেন তারা সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছেন না, তারা হতাশ। একজন অভিভাবক জানিয়েছেন, পুষ্টিকর খাবারের দরকার। কারণ অনেকের মাংস পেশি পচে গেছে। সবাইকে বলব, এদিকে যেন সবাই দৃষ্টি দেন, সর্বোচ্চ চিকিৎসাটা দেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি এরই মধ্যে অনেককে সহযোগিতা করেছেন। এখান থেকে গিয়ে আমরা তাকে বিস্তারিত জানাবো। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করবো।

ইএইচ

Link copied!