Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৪, ০৮:০৪ পিএম


আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল

বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ ও পঙ্গু হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে, মানুষের কথা বলার অধিকারসহ রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনতে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা এই দেশের বীর সন্তান। তাদের আত্মত্যাগ ও বীরত্ব জাতী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে তাদের আত্মত্যাগের নজির চির ভাস্বর হয়ে থাকবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের কাছে অধিকার চাইতে গিয়ে এদেশের ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ শত শত মানুষ শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংঘটিত গণহত্যার জন্য খুনি হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি এবং নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।

ইএইচ

Link copied!