Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘গণহত্যা’র ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৪, ০৫:১২ পিএম


‘গণহত্যা’র ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে বিএনপির চিঠি

ছাত্র জনতাকে ‘গণহত্যা’র ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক অফিসে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ ঘটনাকে নজীরবিহীন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন স্বৈরশাসক যেন এভাবে নির্বিচারে গণহত্যা চালাতে না পারে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ হয়েছে, নাগরিকদের গুম করা হয়েছে তা উন্মোচন করা প্রয়োজন। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাযজ্ঞ হয়েছে তা জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে জানানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারকেও বলেছি।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।

আরএস

Link copied!