Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৪, ০৭:১২ পিএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মো. শাকিল হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ এবং অসুস্থ মায়ের চিকিৎসা বাবদ ১ লক্ষ টাকা প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মো. শহীদ শাকিল হোসেনের সম্মানিত পিতার হাতে এ টাকা তুলে দেন।

এ সময় গাজীপুর মহানগর সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবা-মায়ের একমাত্র ছেলে শহীদ মো. শাকিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরার বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে শাহাদাতবরণ করেন!

শহীদ শাকিলের মা প্যারালাইজড! বাবার ছোট্ট একটি দোকানের উপার্জন দিয়ে কোনো রকমে চলছে তাদের সংসার। মায়ের চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। বড় তিন বোনের একমাত্র আদরের ভাই শাকিলকে হারিয়ে তাঁর পুরো পরিবার শোকে মুহ্যমান। শাকিল চলে যাওয়ায় পরিবারের হাল ধরার মতো আর কেউ রইল না।

জনাব নুরুল ইসলাম সরকার ও বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

ইএইচ

Link copied!