Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শেখ হাসিনার বিচার দাবিতে লালমনিরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট প্রতিনিধি:

আগস্ট ১৪, ২০২৪, ০৩:০৩ পিএম


শেখ হাসিনার বিচার দাবিতে লালমনিরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে দুই দিনের অবস্থান কর্মসূচি করেছে লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার (১৪ আগস্ট) শহরে মিশন মোড় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ব্যক্তিগত কার্যালয় হামার বাড়ির সামনে নেতা কর্মী মিছিল নিয়ে আস্তে শুরু করে। এই সময় নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরে।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এ কে এম মমিনুল ইসলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস,সাধারণ সম্পাদক হাসান ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হুদা লিমন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দ।

বিআরইউ

Link copied!