Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

হাসপাতালে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৪, ১২:১২ এএম


হাসপাতালে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন ছিল গতকাল। ১৯৪৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। 

তবে জন্মদিন উপলক্ষে গত কয়েক বছরেরে ধারাবাহিকতায় এবারও করা হয়নি কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন।

তবে শুক্রবার খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।

২০১৮ সাল থেকে কারাগার, হাসপাতাল আর শর্তসাপেক্ষে মুক্তির সময়টিতে বাসাতেই কেটেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন।

বিএনপির চেয়ারপার্সন বর্তমানে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের গভীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা এখন খানিক উন্নত। চিকিৎসার সঙ্গে যুক্তরা তাকে জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছা-সালামে অভিনন্দিত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। শারীরিকভাবে একটু উন্নত বলে মনে করছেন চিকিৎসকেরা। আজ কোনো এক সময় মহাসচিব যেতে পারেন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে।

ইএইচ

Link copied!