Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে আইনের হাতে সোপর্দ করুন’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২৪, ১২:৪৯ এএম


‘সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে আইনের হাতে সোপর্দ করুন’

সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ-আলোচনা হচ্ছে। কেউ যদি সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নামে বিশেষ কোনো সুযোগ-সুবিধা চায়, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়া এবং তাদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারাকে অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। 

বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তু এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাকে সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। সরকারের উচিত ছিল শুরুতেই আহত ও শহীদদের জন্য ‘অনশট সল্যুশন’ নিশ্চিত করা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা সরকার হয়েছেন যারা আহত কিংবা শহীদ হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে। তাই অন্যান্য পলিসি গ্রহণের আগে প্রথম এবং প্রধান কাজ তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। আমরা আর ব্লেমিং-ট্যাগিং শুনতে চাই না। 

তিনি আরও বলেন, আমরা ছাত্রদের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। আমাদের কিন্তু কোনো অথরিটি নেই। ট্রাফিক নিয়ন্ত্রণ, হাসপাতালে ছুটে যাওয়া পুরোটাই স্বেচ্ছাসেবী কাজ। সরকারের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। 

ইএইচ

Link copied!