Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

আজকের পর থেকে ঘুষের কবর রচিত হলো বললেন সমন্বয়ক হাসনাত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৪, ০১:০০ এএম


আজকের পর থেকে ঘুষের কবর রচিত হলো বললেন সমন্বয়ক হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজকের পর থেকে সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ঘুষ দাবি করলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।  

হাসনাত লিখেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এই সমন্বয়ক বলেছেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। এ সময় উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেয়া হবে না। রাজনৈতিক বলয় ও লালফিতার দৌরাত্ম্য শেষ করা হবে।’

ইএইচ

Link copied!