Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্বাস উদ্দিন

শৃঙ্খলা রক্ষায় করবিভাগের সংস্কার জরুরি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২৪, ০৮:০৯ পিএম


শৃঙ্খলা রক্ষায় করবিভাগের সংস্কার জরুরি

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন বলেন, ‘দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কর আইনজীবীরা সহায়তা করতে প্রস্তুত। তবে এ মুহূর্তে সকল পর্যায়ে কর সহনীয় রাখার পাশাপাশি করবিভাগের শৃঙ্খলারক্ষায় জরুরি কিছু সংস্কার প্রয়োজন।’

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া, কোরআন খতম ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আব্বাস উদ্দিন এন্ড এসোসিয়েটসের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। সিনিয়র কর আইনজীবী মোস্তফা নুরুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের মহাসচিব ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আজিজুর রহমান।

আলোচনা সভায় আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আহমেদ উল্লাহ ভূঁইয়া, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, এ. এফ. এম. রেজাউল করিম চৌধুরী, হালিম ফকির, নূরনবী পাটওয়ারী, লোবান, মোহাম্মদ ফয়েজুল্লাহ, মোবারক হোসেন, সুরাইয়া বেগম, নাজমুন নাহার সুইটি, মুসলিম বিন হাই, রাসেদুল ইসলাম, জিল্লুর রহমান রিন্টু, ফরহাদ, মো. হাবিবুর রহমান হাবিব, আফরোজা আক্তার পিংকী, এমদাদুল হক ভূঁইয়া ইমরান, রাকিব হাসান, আব্দুল হান্নান, রুহুল আমিন খাঁন রুবেল, মো. সেলিম, আহমেদ হাসান, মনির হোসেন ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মো. সোহেল আলম ও মিয়াজি মো. মমিনুল ইসলাম।

আরএস

Link copied!