Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৪, ০৮:৫৩ পিএম


বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২১ আগস্ট) রাত ৮টা ২২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত ৮ জুলাই ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সর্বশেষ ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

আরএস

Link copied!