Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেধার ভিত্তিতে সব নিয়োগ দেওয়া হবে: সমন্বয়ক হান্নান মাসুদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:১২ এএম


মেধার ভিত্তিতে সব নিয়োগ দেওয়া হবে: সমন্বয়ক হান্নান মাসুদ

রাষ্ট্রীয় যে নিয়োগগুলো রয়েছে সব মেধার ভিত্তিতে হবে। কোন ধরনের স্বজনপ্রীতি কিংবা ঘুষ দিয়ে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।

শনিবার সুপ্রিম কোর্টে আইনজীবী শিক্ষক ও মানবাধিকার কর্মীদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও- ফ্যাসিস্ট সরকার নিজেদেরকে টিকিয়ে রাখতে অদক্ষ লোকজন নিয়োগ এবং ঘুষের মাধ্যমে নিয়োগ দিয়েছিল। বর্তমান বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে মেধাবী তারুণ্যের অগ্রঅধিকার দিতে হবে। যা বিগত সরকার দেয় নাই। তাহলে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।

সমন্বয়ক হান্নান মাসুদ বলেন- কোর্টে আসামি তোলার সময় ডিম নিক্ষেপ করা হচ্ছে যা ফৌজদারি অপরাধ। আমরা যখন ক্ষমতায় থাকবো না তখন তারাও এইরকম করবে। ঢাকার জজকোর্টে যদি এমন হয় আস্তে আস্তে গ্রামের আদালতগুলোতেও এর প্রভাব ফেলবে।

বলেন- যারা অপরাধ করছে তদন্ত করে শুধু তারা শাস্তি ভোগ করবে কোন ধরনের সাধারণ মানুষ যেন হয়রানি না হয়। আওয়ামী লীগের শাসন আমলে মত প্রকাশ করতে পারে নাই মানুষ। এখন যদি আমারও সেইম একই কাজ করি তাহলে তাদের মধ্যে আমাদের পার্থক্য কোথায়। একজন খেটে খাওয়া রিকশা চালক যেন বলতে পারে আমরা এরকম একটা বাংলাদেশ চেয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- আইনজীবী সারা জাহান, আইনজীবী জেডআই খান পান্নাসহ মানবাধিকার কর্মীরা।

ইএইচ

Link copied!