Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শফিক রেহমানের সঙ্গে রিজভীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৪:৫০ পিএম


শফিক রেহমানের সঙ্গে রিজভীর সৌজন্য সাক্ষাৎ

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) শফিক রেহমানের বাসায় দেখা করতে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৮ আগস্ট দেশে ফিরেন শফিক রেহমান। বিমানবন্দরে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি।

শেখ হাসনিার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় শফিক রেহমানের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে যুক্তরাজ্য চলে যান এই প্রবীণ সাংবাদিক।

বিআরইউ

Link copied!