Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বিএনপির মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বাতিল

মাগুরা ও কুষ্টিয়া প্রতিনিধি

মাগুরা ও কুষ্টিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:১৪ এএম


বিএনপির মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বাতিল

মাগুরা জেলার কমিটি বাতিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বাতিল করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিদ্রুত মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া বিএনপির জেলা নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতি দ্রুত কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

ইএইচ

Link copied!