Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে জামায়াতের কর্মী সম্মেলন

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না: দেলোয়ার হুসাইন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৮:৩৪ পিএম


জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না: দেলোয়ার হুসাইন

ফরিদপুরের বোয়ালমারীতে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভা শাখা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী পৌরসদরের ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মু. দেলোয়ার হুসাইন বলেন, আওয়ামী লীগ সরকার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুম করে অন্যায় করেছে। জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আগামীতে দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। আগামীতে যেকোনো নির্বাচনে জামায়াতে ইসলাম দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করছে। আপনারা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। গত সরকারের আমলে জামায়াতে ইসলামীর লোকজন বাড়িতে ঘুমাতে পারে নাই।

কর্মী সম্মেলনে পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, কর্মপরিষদ সদস্য মো. আবু ইউনুচ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হারিছ মোল্যা, জেলা বায়তুলমাল সম্পাদক মো. ফারুক হোসেন, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর মাও. শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আমীর মাও. আলিমুজ্জামান, মধুখালী পৌরসভার আমীর মাও. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় (এইচআরডি) সম্পাদক হাফেজ মাও. সাজ্জাদ হোসাইন ও পৌরসভার কাউন্সিলর সামাদ খান প্রমুখ।

কর্মী সম্মেলনের আগে পবিত্র কোরআন তেলোয়াত শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোনাজাত করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুসাইন আহমেদ।

বিআরইউ

Link copied!