Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধুনটে জামায়াতে ইসলামীর যুব ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০২:১৮ পিএম


ধুনটে জামায়াতে ইসলামীর যুব ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুব ইউনিটের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বার) সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা যুব বিভাগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মিঠুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব দবিবুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম, সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য দেন, বগুড়া ইসলামী ব্যাংক পি.এল.সি শাখার সিনিয়র কর্মকর্তা ফেরদৌস জ্জামান সরকার, দারসুল হাদিস পেষ করেন, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা সেক্রেটারি মাওনালা আব্দুল করিম, বক্তব্য দেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল ওহাব।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিমগাছী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোশারফ হোসেন, কালেরপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহীন আলম, চিকাশী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কামাল পাশা, গোসাইবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবু রায়হান, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, ধুনট পৌর যুব বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াসিন আলী, এলাঙ্গী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওয়াসিম হোসেন, চৌকিবাড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জহুরুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুনছুর আলম, গোপালনগর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান লেবুসহ উপজেলার যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!