Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পুলিশের গুলিতে আহত গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের কর্মী কারিমুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১২:২৯ পিএম


পুলিশের গুলিতে আহত গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের কর্মী কারিমুল মারা গেছেন

এলডিপির অঙ্গসংগঠন গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী কারিমুল যাত্রাবাড়িতে ৫ আগস্ট গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কয়েক দফা অস্ত্রোপচারের পর দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার সকালে মারা গেছেন কারিমুল।

তার অকাল মৃত্যুতে এলডিপি পরিবার শোকাহত।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব ড. রেদোয়ান আহমেদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার গ্রামের বাড়ি সিলেটে জানাজা সম্পন্ন হবে।

ইএইচ

Link copied!