Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাত্রলীগ নিষিদ্ধে ৭ দিনের আল্টিমেটাম দিলেন ড. মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৪, ০৪:৩৫ পিএম


ছাত্রলীগ নিষিদ্ধে ৭ দিনের আল্টিমেটাম দিলেন ড. মাহমুদুর রহমান

বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ দাবি তুলেন।

একই সঙ্গে মাহমুদুর রহমান শেখ মুজিবের সব ভাষ্কর্য অপসারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ এবং ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করার দাবি জানান।

যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করা দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির জন্য দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। মৌলবাদ ও ইসলামি জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো।

বিআরইউ

Link copied!