Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শিবির সভাপতি

ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৩:০৩ পিএম


ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, জালিম শাসক ১৬ বছর আমাদের ইসলাম পালন করতে দেয়নি। আমরা চাই ইসলামী তাহজীব-তামাদ্দুনের চর্চা। মহান আল্লাহ পাকের সন্তুষ্টই আমাদের প্রধান কাজ। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না।

বলেন- ইসলামী ছাত্রশিবির আগামী দিনের জাতির নেতৃত্ব দিবে। সেজন্যে সৎ দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব দেবার উপযোগী হিসেবে তৈরি করে।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে দিনাজপুর অঞ্চল ছাত্রশিবির আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যেক শিবির কর্মীকে কুরআনের সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী দুঃশাসন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজানোর কাজ করছি। আমরা পড়াশোনার মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান হবো। ইসলামী ছাত্রশিবির করলেই শ্রেষ্ঠ হওয়া যায়। কারণ শিবির মাদক ও অস্ত্রমুক্ত। নৈতিকতায় সেরা ছাত্ররাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মুশফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, দিনাজপুর জেলা উত্তর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওহিদুল ইসলাম আকিক, জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক শহর সভাপতি সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক শহর সভাপতি রুহুল আমিন, সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও সাবেক দিনাজপুর শহর সভাপতি আব্দুর রাজ্জাক, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি শামীম হোসেন, দিনাজপুর জেলা দক্ষিণ সাবেক সভাপতি এনামুল হক, জেলা দক্ষিণ সভাপতি আবদুল কাইয়ুম প্রমুখ।

পরে একই স্থানে সাথি সমাবেশ ও সদস্য সমাবেশ পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!