Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইশরাক

আওয়ামী লীগ সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১১, ২০২৪, ১০:৪১ পিএম


আওয়ামী লীগ সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক আওয়ামী লীগ নষ্ট করার চেষ্টা করছে।

বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে। যেন বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা যায়।

শুক্রবার বিকালে রাজধানীর পুরান ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক।

ইশরাক বলেন, ৪শ বছরের পুরোনো হিন্দু-মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে অতীতে দেশের বিভিন্নস্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি করা হবে।

ইএইচ

Link copied!