Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

শিবির সভাপতি মনজুরুল ইসলাম

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে শিবিরের কেউ জড়িত নন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১২, ২০২৪, ১১:০৭ পিএম


পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের সঙ্গে শিবিরের কেউ জড়িত নন

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের কেউ জড়িত নন বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শনিবার নারায়ণগঞ্জের মাসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে ওই পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেছেন। যদিও এখন এটাকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে। একটা ভুল-বোঝাবুঝি বা একটা ভুল মেসেজের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এটার সমাধান করা উচিত।

তিনি বলেন, পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশন একটি আলোচিত ইস্যু। ইসলামী ছাত্র শিবিরের কোনো সদস্য এই ঘটনায় জড়িত নয়। যারা আমাদের আদর্শকে সমর্থন করে না, তারা গুজব ছড়াচ্ছে।

তিনি প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনো সরকারের কিছু সেক্টরে ফ্যাসিস্ট রিজিমের উপস্থিতি রয়েছে। তাদের দ্রুত অপসারণ করা উচিত।

ইএইচ

Link copied!