Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

গয়েশ্বর

নির্বাচনে দেরি হলে জনগণ রাজপথে নামতে দ্বিধা করবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৩৩ পিএম


নির্বাচনে দেরি হলে জনগণ রাজপথে নামতে দ্বিধা করবে না

নির্বাচন দিতে দেরি হলে জনগণ আবার রাজপথে নামতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুসহ সকল হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে নাসির উদ্দিন পিন্টু পরিষদ।  

অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশ পরিচালনা একমাত্র রাস্তা, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে বসিয়েছে।’


বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সংস্কারের নামে সবাইকে খুশি করতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র হত্যা না করার আহ্বানও জানান বিএনপির নেতা গয়েশ্বর।

Link copied!