Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মাওলানা নেয়ামত উল্লাহ আল-ফরিদী

বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৪৬ পিএম


বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়

রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নীতির সংস্কার প্রয়োজন। আর কুরআন ও সুন্নাহর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ নীতি যা বাস্তবায়ন ছাড়া দেশের সর্বস্তরের বৈষম্য দূর করা সম্ভব নয়। নীতির পরিবর্তন না করে বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ৩টায় ফেনী সমিতি অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর, মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শের পরিবর্তনের বিকল্প নাই। আর এমন নীতি ও আদর্শকে সামনে রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নৈতিকতা সম্পন্ন উত্তম চরিত্রবান ও দেশপ্রেমিক যুবসমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।  

প্রধান অতিথি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নিছক রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে ইসলামের সু-মহান নীতির ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।

ইসলাম ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে, যারা এমন অপপ্রচার করে বেড়ায় তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব কোনো তন্ত্রমন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহর নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ১৯৮৭ সালের ১৩ মার্চ   "শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই" এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত উসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলান বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মুহাম্মদ মারুফ শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এইচ এম আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম এইচ মোস্তফা।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ রায়হানুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ শাহ পরান, প্রচার সম্পাদক মুহাম্মাদ কাওছার আহমেদ, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান হিমেল, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল-মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ সা‍‍`দ, তথ্য ও গবেষণা সম্পাদক, মুহাম্মাদ মহাসিন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেম, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, উপ সম্পাদক মুহাম্মাদ আব্দুল গফুর, মুহাম্মাদ কাউসার ফরাজী, মুফতী ইউসুফ নুর প্রমুখ।

আরএস

Link copied!