Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৪, ০৭:৫৬ পিএম


বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

বৈঠকে বিএনপির অপর নেতাদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী স্ব স্ব প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনার জন্য এই বৈঠক বলে জানিয়েছে দলীয় সূত্র। বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

আরএস

Link copied!