Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

হাছান মাহমুদ

আ.লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৪, ২০২৪, ১১:৩৬ পিএম


আ.লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত

দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে রোববার এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী একথা বলেন।

বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‍‍`বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব।

‘আওয়ামী লীগ: তটস্থ, হতাশ, কোণঠাসা?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগ দেন হাছান মাহমুদ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় তিন মাসের মাথায় দলটির শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটিই প্রথম কোনো সাক্ষাৎকার।

উপস্থাপক বুলবুল হাসানের সঞ্চালনায় ‘অভিমত’ নামের ওই অনুষ্ঠানে হাছান মাহমুদ তার বর্তমান অবস্থান কোথায় তা জানাননি।

ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাছান মাহমুদের দেশ ছাড়ার খবর এসেছিল। তবে কিভাবে, কোন দেশে গেছেন তা অজানাই রয়ে গেছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমরা এক-এগারোর সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে।

‍‍`এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেগুলোর অনেকগুলোর সঙ্গে আমরা একমত।‍‍`

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা?- যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের সঙ্গে জোরালোভাবে একমত প্রকাশ করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‍‍`এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা (বিএনপি) বক্তব্য দিয়েছেন। আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন যে, অন্তর্র্বতীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা- এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত।‍‍`

রাষ্ট্রপতির পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়, এ ব্যাপারে বিএনপির অবস্থানকেও সাধুবাদ জানান আওয়ামী লীগের এই নেতা।

হাছান মাহমুদ বলেন, ‍‍`জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ হওয়ার পর বিএনপি যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গেও আমরা একমত। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দিয়ে হামলা করলাম, সেই রাজনৈতিক দলের অফিস জ্বালিয়ে দেওয়া হলো, এ নিয়ে সরকারের কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না।‍‍`

অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ সরকারের অনেক ভুল ত্রুটির কথা উল্লেখ করলে হাছান মাহমুদও সরকারে থাকার সময় বেশ কিছু ভুলের কথা স্বীকার করেন।

ইএইচ

Link copied!