Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৮, ২০২৪, ০৪:১১ পিএম


নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির র‍্যালি শুরু হয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় র‍্যালির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র‍্যালিটি।

র‍্যালি শুরুর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে র‍্যালিতে যোগ দিয়েছেন। পল্টন, মৎস্যভবন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে গেছেন নেতাকর্মীরা।

স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া ইত্যাদি স্লোগানে পুরো রাস্তা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখছেন।

উপস্থিতি জানাতে বিভিন্ন রঙ-বেরঙের ক্যাম্প ও গেঞ্জি পরিহিত ছিল নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ছিল। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে র‍্যালিটি মানিক মিয়া এভিনিউর দিকে এগিয়ে যায়।

এর আগে বেলা ১১টার দিকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন।

র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বিআরইউ

Link copied!