Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৪, ০৯:০২ পিএম


২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেওয়া স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। যত সময় যাচ্ছে তিনি সেখানে বসে তত বেশি ষড়যন্ত্রের ডালপালার বিস্তার ঘটাচ্ছেন। এ স্বৈরাচারকে শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। এজন্য ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

শুক্রবার বিকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি অর্থনীতিতে বাইরের দেশের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে। এ কারণে দ্রুত নির্বাচন দিতে হবে।

আয়োজিত জনসমাবেশে বিএনপি নেতা মনতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

ইএইচ

Link copied!