Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গোলাম পরওয়ার

যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৪, ১১:৪৩ পিএম


যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে।

বৃহস্পতিবার বিকালে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোডে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন, সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে, ইনশাআল্লাহ।

বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন, তিনি অপরাধী। ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনা এমনভাবে পালিয়ে গেলেন, দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ নয়। লাখ লাখ শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে, মিল-কারখানা বন্ধ করে দিয়ে তাদেরকে বেকার করে যে অপরাধ শেখ হাসিনা করেছেন, তার ফল তাকে ভোগ করতে হয়েছে।

ইএইচ

Link copied!