Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

এবার প্রকাশ্যে ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৪, ১২:২৭ এএম


এবার প্রকাশ্যে ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারি

এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা কলেজ শাখা শিবিরের সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

সোমবার ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকবো।

ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতি শিগগির প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে বলেও জানান তিনি।

ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে কাজ করবে।

ইএইচ

Link copied!