Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: ছাত্রশিবিরের শোক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৪, ০৬:৪৭ পিএম


পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: ছাত্রশিবিরের শোক

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন তরুণ শিক্ষার্থীর মৃত্যু আমাদের জন্য গভীর বেদনাদায়ক।

নিহত মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব ছিলেন জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ, যারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসেছিলেন। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জাতি ভবিষ্যৎ সম্ভাবনাময় তিনজন যোগ্য ও দক্ষ নাগরিক হারাল। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে মাটির মায়া ইকো রিসোর্টে দুর্ঘটনাটি ঘটে।

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত আইইউটির শিক্ষার্থীরা বিআরটিসির দুতলা বাসযোগে পিকনিকে যান। ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বাসটির স্পর্শে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুতায়িত হন।

তাদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

ইএইচ

Link copied!