Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

‘হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, জনগণ তাকে দেশ ছাড়া করেছে’

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

নভেম্বর ২৬, ২০২৪, ০১:৫৫ পিএম


‘হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, জনগণ তাকে দেশ ছাড়া করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য  অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে বয়কট করে দেশ ছাড়া করেছে‍‍`।

সোমবার (২৫ নভেম্বর) ফেনী শহর জামায়াতের রুকন সম্মেলন, মজলিশে শূরার সদস্য নির্বাচন ও নবনির্বাচিত শহর আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী শহর জামায়াতের সাবেক আমীর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা অঞ্চলের অপর টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন,জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান।

এতে আরও উপস্থিত ছিলেন,ফেনী জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য যথাক্রমে অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম,জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও এড.জামাল উদ্দিন প্রমুখ।

এসময় অধ্যাপক লিয়াকত আলী আরও  বলেন,‍‍ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা শতভাগ পুরন করতে পারবেনা, তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের যাত্রা এই সরকারকে শুরু করতে হবে। এছাড়া আগামীর বাংলাদেশ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একেএম শামছুদ্দিন বলেন, জামায়াতে ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।

মাওলানা আবদুল হান্নান বলেন, যাদের জীবনের বিনিময়ে দেশবাসী সর্বগ্ৰাসী জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে সেসব বীর শহীদদেরকে জামায়াত দলীয় ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।

সবশেষে নবনির্বাচিত শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামকে শপথ পাঠ করান জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

বিআরইউ
 

Link copied!